30 April, 2024
BY- Aajtak Bangla
রাজ্যে ক্রমেই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য্যা। সরকারি হিসেবে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। তাই এই সময় খুবই সতর্ক থাকতে হবে।
আমাদের মধ্যে অনেকেই আছেন, যাদের খুব মশা কামড়ায়। একসঙ্গে অনেক জন বসে আছেন, দেখলেই একজনকেই বেছে বেছে মশারা কামড়াচ্ছে।
কখনও কি ভেবে দেখেছেন কেন এটা হয়? আসলে এর জন্য দায়ী আমাদের ত্বকের গন্ধ। মশার প্রতি অত্যন্ত আকর্ষণীয় লোকেরা তাঁদের ত্বকে উল্লেখযোগ্যভাবে বেশি ফ্যাটি অ্যাসিড তৈরি করেন।
weight loss
যাঁদের শরীর থেকে ঘামের মাধ্যমে ল্যাক্টিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া বেশি পরিমাণে নির্গত হয়, তাঁদের মশা বেশি কামড়ায়।
যাঁদের রক্তের গ্রুপ ‘ও’, তাঁদেরও মশা একটু বেশি কামড়ায়।
যে সব মানুষের দেহ থেকে বেশি পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়, তাদের বেশি মশা কামড়ায়।
যে সমস্ত মানুষের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের উচ্চ মাত্রা থাকে, তাঁদের মশারা ঘিরে ধরে।
যে সমস্ত মানুষ বিয়ার জাতীয় অ্যালকোহল খান, তাঁদের শরীর থেকে বেশি ঘাম নির্গত হয়, তাঁদেরও মশা বেশি কামড় দেয়।
গাঢ় রঙের পোশাক পরলে মশারা ঘিরে ধরে। তাই এই সময় হালকা রঙের পোশাক পরতে হবে।