28 DEC, 2024
BY- Aajtak Bangla
আমাদের মধ্যে অনেকেই হাতে বা পায়ে অতিরিক্ত একটি আঙুল রয়েছে।
যদিও এটা সেরকম ভয়ের বিষয় নয় একেবারেই।
গবেষকরা বলেছেন ম্যাক্স নামের একটি জিনে জেনেটিক মিউটেশনের কারণে হয়।
গবেষকরদের মতে অতিরিক্ত আঙুল নিয়ে জন্মানো একটি বিরল ব্যাধি।
তাঁরা জানিয়েছেন, অতিরিক্ত আঙুল থাকলে মস্তিষ্কের বিকাশ সম্পর্কিত অটিজম-সদৃশ লক্ষণ দেখা যায়।
যদিও এই ব্যাধিটির এখনও কোনও নাম দেওয়া হয়নি, তবে এটি আবিষ্কৃত হয়েছে যে এটি MAX নামক একটি জিনে জেনেটিক মিউটেশনের কারণে হয়।
বর্তমানে এই রোগীদের কোনও চিকিৎসা নেই।
যাদের শরীরে অতিরিক্ত আঙুল থাকে তাদের মাথার গড় পরিধির চেয়ে বড়ো হয়।
ছোটবেলায় চোখের সমস্যা দেখা দিতে পারে এর কারণে।
গবেষণা অনুযায়ী এই রোগের কোনও চিকিৎসা এখনও বের করা যায়নি।