28 AUG, 2024

BY- Aajtak Bangla

ভালো মানুষের মৃত্যু কেন তাড়াতাড়ি হয়? জানুন 

যে মানুষ সৎ, কর্মঠ, পরের উপকার করে সেই সব মানুষের মৃত্যু হয় তাড়াতাড়ি। এমনটা অনেকে বলেন

কিন্তু ভালো মানুষের আয়ু কেন বেশিদিন থাকে না? এর কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে।

প্রাচীন কাহিনিতে শোনা যায়, কোনও দেবতা ভুল করলে তাঁকে মর্ত্যে পাঠানো হত। তেমনই,  এই পৃথিবীকে ধর্মশাস্ত্রে মৃত্যুজগৎ বলা হয়। কথিত,ভগবানের ভক্ত ছাড়া পৃথিবীতে সবাই দুঃখী থাকে।

যারা পৃথিবীতে ভালো কাজ করে তাদের মৃত্যু হয় তাড়াতাড়ি। কারণ, পৃথিবীতে তাদের শাস্তি শেষ হওয়ার পরই ঈশ্বর তাদের আত্মাকে নিজের কাছে ডেকে নেয়।  

যাদের পাপ কম ঈশ্বর তাদের আয়ু সংক্ষিপ্ত রাখে। যাতে জীবিত আত্মা মৃত্যুর জগতে সামান্য কষ্ট সহ্য করে স্বর্গে যেতে পারে। 

শাস্ত্রে বলা হয়, যারা দ্রুত মোক্ষলাভ করে ও যাদের পাপের ভাগ কম থাকে তাদের আয়ু কম থাকে।

ধর্মীয় শাস্ত্র অনুসারে, মৃত্যু মানে আধ্যাত্মিক সাধনা লাভ করে জন্ম-মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে মোক্ষ পাওয়া। 

ধর্মীয় শাস্ত্রে মৃত্যু নিয়ে অনেক ব্যাখা  রোগ, শোক, আকস্মিক দুর্ঘটনা, বার্ধক্য ইত্যাদি সহ একজন মানুষের নানাভাবে মৃত্যু হয়। 

তবে ধর্মীয় শাস্ত্র মতে, মৃত্যু হল এক জীবন থেকে অন্য জীবনে পরিবর্তন। মৃত্যু কেবল দেহত্যাগ, ব্যক্তিজীবনের সমাপ্তি নয়।