15 March, 2025

BY- Aajtak Bangla

তোয়ালের কানায় এমন ডিজাইন থাকে কেন? ৯৯% মানুষ জানে না

তোয়ালের প্রান্তে সরু লম্বা দাগ থাকে কেন? শুধুই ডিজাইন নয়। এর পিছনে আছে বড় কারণ।

লক্ষ্য করেছেন?

তোয়ালেতে যে সমান্তরাল নকশার বর্ডার থাকে, তাকে বলা হয় 'ডবি বর্ডার'। 

নামটি জানুন

বুননের এই পদ্ধতি কিন্তু অনেক প্রাচীন। এটি তোয়ালেকে আরও শক্ত করে। এর পাশাপাশি...

বেশ প্রাচীন

এই বিশেষ বর্ডার তোয়ালের আকৃতি ঠিক রাখতে সাহায্য করে, ধোয়ার পর কম সংকুচিত হয়।

দারুণ কাজ

ডবি বর্ডার থাকলে তোয়ালের প্রান্তগুলো সহজে ছিঁড়ে যায় না, তাই এটি বেশি দিন টিকে।

বেশিদিন টেকে

তোয়ালের বাকিটা থাকে তুলার তৈরি নরম ফাইবার, কিন্তু ডবি বর্ডার শক্ত ও কম শোষণক্ষম।

খুব শক্ত

কিছু তোয়ালেতে নকশা করা ডবি বর্ডার থাকে, যা দেখতে আরও আকর্ষণীয় লাগে।

আকর্ষণীয় লাগে

হোটেল ও বিলাসবহুল তোয়ালেতে উন্নতমানের ডবি বর্ডার থাকে, যা মজবুত ও নান্দনিক।

বেশ মজবুত

তাই তোয়ালা কেনার সময় খেয়াল করুন, ভালো ডবি বর্ডার থাকা মানেই টেকসই তোয়ালা!

টেকসই তোয়ালে