12 June, 2025

BY- Aajtak Bangla

পুজোর সময় কেন ঘণ্টা বাজায়? অনেকেই জানেন না

হিন্দু ধর্মে পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। কেন পুজো করার সময় ঘণ্টা বাজানো হয়? 

অনেকেই জানেন না, কেন পুজোর সময় ঘণ্টা বাজানো হয়, আর এতে লাভই বা কী?

ঘণ্টা বাজালে নেতিবাচক শক্তি দূর হয়। বাড়িতে আসে সমৃদ্ধি।

ঘণ্টা বাজালে মন্দির এবং ঘরের পরিবেশ শুদ্ধ হয়। সঞ্চারিত হয় ইতিবাচক শক্তি ।

লোকবিশ্বাস, পুজোর সময় ঘণ্টা বাজানো চঞ্চল মনকে ভক্তির দিকে টেনে আনে। 

ঘণ্টা বাজালে দেব-দেবীর চেতনা জাগ্রত হয়। ঘরে আসে সমৃদ্ধি।

পুজোর সময় ঘণ্টা বাজালে শরীরের চক্রগুলি সক্রিয় হয়। শরীরে ভারসাম্য তৈরি হয়।

ঘণ্টা বাজালে বাড়ে আত্মশক্তি। কাজে আত্মবিশ্বাস পাওয়া যায়।  

ঘণ্টা বাজালে বাড়ির চারপাশে থাকা নেতিবাচক শক্তি চলে যায়। ঘর থাকে চনমনে। উন্নতি লাভ হয়।

এই প্রতিবেদনটি ভালো লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার বলুন।