18 SEP, 2024
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
ছেলেদের তুলনায় মেয়েদের মদের নেশা খুব তাড়াতাড়ি হয়। কার্যত এক বা দু পেগ খাওয়ার পরই নেশা চড়ে যায়।
মেয়েদের নেশা তাড়াতাড়ি লাগে তার কারণ এটা নয় যে, তারা মদ পেশি পান করে।
তবে একজন পুরুষকে মদ যেভাবে প্রভাবিত করে একজন মেয়েকে তার থেকে বেশি প্রভাবিত করে মদ।
মহিলাদের শরীরে খুব সীমিত পরিমান অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ (ADH) এনজাইম তৈরি হয়। এটি লিভারে থাকে। আর তা শরীরে অ্যালকোহল ভাঙার কাজ করে।
আর একটি কারণ হল, মহিলারা তুলনামূলকভাবে জল কম পান করেন। ফলে ডিহাইড্রেট থাকে শরীর।
যাদের শরীরে জলের উপস্থিতি যত বেশি তাদের উপর মদের প্রভাব তত কম পড়ে। মহিলারা জল কম পান করেন তাই অ্যালকোহলের প্রভাব বেশি পড়ে।
গবেষকরা জানাচ্ছেন, একজন পুরুষের তুলনায় মহিলারা অতিরিক্ত অ্যালকোহল পান করেন তারা আসক্ত হয়ে পড়েন।
মদ্যপানজনিত কারণে একজন মেয়ের ছেলের তুলনায় হার্ট, লিভারের সমস্যা অনেক বেশি হয়।