BY- Aajtak Bangla

মহিলারা কম বয়সি ছেলের প্রতি আকৃষ্ট হন কেন? জানুন

14 April  2024

প্রেমের আবার বয়স হয় নাকি! প্রেম বয়সের কোনও গণিতই মানে না।

প্রেম তো আর বলে কয়ে হয় না। এটা জাস্ট হয়ে যায়। তাই প্রেমিক-প্রেমিকাদের বয়সের ফারাকও থাকে।

অনেক ক্ষেত্রে দেখা যায়, বয়সে কম পুরুষদের প্রেমে পাগল হন মহিলারা। কিন্তু কেন জানেন?

যুবকরা উত্তেজনায় ভরপুর থাকেন। তাঁদের উদ্দীপনা থাকে। পুরুষদের এই গুণে মজেন মহিলারা।

কম বয়সি পুরুষদের দৈহিক গঠন এবং ব্যক্তিত্ব পছন্দ করেন অনেক মহিলাই।

কম বয়সি পুরুষরা সাধারণত মহিলাদের নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই তাঁদের বেশি পছন্দ করেন মহিলারা।

কম বয়সি পুরুষদের সঙ্গে মহিলাদের সম্পর্ক ভাল বন্ধুর মতো হয়। যার ফলে সম্পর্কের রসায়ন জমাটি হয়।

বয়সে কম পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হলে মহিলারা অনেক বেশি আত্মবিশ্বাসী হন।