BY- Aajtak Bangla

সিঁথিতে কেন সিঁদুর না পরলে কী হয়? অনেক বিবাহিতাও জানে না!

07 May, 2025

সিঁদুর (সিঁদুর বা সিন্দুর) হিন্দু সমাজে বিবাহিত মহিলাদের অন্যতম গুরুত্বপূর্ণ শৃঙ্গার। এটি কপালের মাঝ বরাবর সিঁথিতে লাল রঙের গুঁড়ো হিসেবে লাগানো হয়। 

শুধুমাত্র বিবাহিত মহিলারাই এটি ব্যবহার করেন। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক, ধর্মীয় এবং আধ্যাত্মিক তাৎপর্য। 

সিঁদুর হচ্ছে হিন্দু বিবাহিত নারীদের সর্বাধিক পরিচিত ও প্রাচীন প্রতীক। এটি স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের কামনায় পরা হয়।

সিঁদুরের লাল রঙ শুভ ও শক্তির প্রতীক। এটি মা দুর্গা ও শক্তির রূপকে বোঝায়।

তাই সিঁদুর নারীর মধ্যে মাতৃত্ব, শক্তি ও প্রেমের চিহ্ন হিসেবে বিবেচিত হয়।

সিঁথি মাথার এমন একটি জায়গা যেখানে ‘আজ্ঞা চক্র’ (third eye chakra) অবস্থিত। 

বিশ্বাস করা হয়, সেখানে সিঁদুর লাগালে মন একাগ্র থাকে এবং নেতিবাচক শক্তি দূরে থাকে।

সিঁদুর স্বামী-স্ত্রীর সম্পর্কের গভীরতা ও বন্ধনের প্রতীক। 

স্বামীর মৃত্যু হলে নারীরা আর সিঁদুর পরেন না, তাই এটি জীবিত বৈবাহিক জীবনের চিহ্ন।

সিঁদুর নারীর বিবাহিত অবস্থাকে সমাজে স্পষ্টভাবে চিহ্নিত করে।