BY- Aajtak Bangla
4 OCTOBER 2024
সুগন্ধ কার না ভাল লাগে? পারফিউমের পাশাপাশি ডিওডোরেন্ট স্প্রে সবারই প্রিয়।
বিশেষত রোজ ব্যবহারের জন্য ডিওডোরেন্ট খুবই কাজে লাগে। এটি দামেও অনেক কম। তাই প্রচুর মানুষ ব্যবহার করে।
ডিওডোরেন্ট একদিকে যেমন দুর্গন্ধ থেকে রক্ষা করে, অন্যদিকে সতেজ রাখতেও সাহায্য করে।
অনেক ডিওডোরেন্ট বোতলের ঢাকনায় ছোট ছিদ্র থাকে। কেন জানেন? অনেকেই অজানা এই সিক্রেট।
অনেকে না জেনে নতুন ডিওডোরেন্ট কিনে ভাবেন, ঢাকনাতে ছিদ্র আছে, তাই এটা খারাপ। বোতলটি বাতিল করা উচিত।
এটা সম্পূর্ণ স্বাভাবিক একটি ব্যাপার। আসলে ডিওডোরেন্টটি গরম ঢেলে দেওয়া হয় এবং তারপরে ফ্ল্যাশ ঠান্ডা হয়।
কখনও কখনও এটি ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সামান্য বায়ু বুদবুদ হয়ে বের হয়। এই জন্যেই অনেক ডিওডোরেন্ট স্প্রের বোতলে ছোট ছিদ্র থাকে।
এরপর থেকে ডিওডোরেন্ট কিনলে আর ঘাবড়ে যাবেন না, ঢাকনার ছিদ্র দেখে।