25 Dec, 2024
BY- Aajtak Bangla
জানেন কি কেন বিয়ের অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়তে হয়? কী রহস্য রয়েছে এর পিছনে?
সাতপাকে বাঁধার অর্থ শুধু আগুনের চারপাশে ঘোরাই নয়, এই মুহূর্তে বিভিন্ন প্রতিশ্রুতিও দিতে হয় একে অপরকে। সপ্তপদী অর্থাৎ একসঙ্গে সাতপাকে বাঁধা পড়ার সময় যা বলা হয়, তা হল-
বর তাঁর বউ এবং তাঁর ভাবী সন্তানদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি তাঁর স্বামী এবং তাঁর পরিবারের যত্ন নেবেন।
এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তাঁর স্ত্রীকে সবরকম পরিস্থিতি থেকে রক্ষা করবেন। বিনিময়ে কনেও প্রতিশ্রুতি দেন যে তিনি স্বামীর সবরকম দুঃখ-কষ্টে পাশে থাকবেন।
এবার বর প্রতিশ্রুতি দেন যে তিনি তাঁর পরিবারের জন্য রোজগার করবেন এবং তাঁদের দেখভাল করবেন। একই প্রতিশ্রুতি এবার কনেও করেন।
স্ত্রীর হাতে তাঁর পরিবারের সমস্ত দায়িত্ব তুলে দেওয়া এবং একইসঙ্গে স্ত্রীর সমস্ত মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন বর। স্ত্রী তাঁর সমস্ত দায়িত্ব ঠিকভাবে পালন করার প্রতিশ্রুতি দেন।
যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন বর। স্বামীকে সমর্থন করার প্রতিশ্রুতি দেন স্ত্রী।
স্ত্রীর প্রতি সৎ ও সত্য থাকার প্রতিশ্রুতি দেন স্বামী। স্ত্রীও স্বামীর প্রতি সত্য থাকার প্রতিশ্রুতি দেন।
শুধু স্বামী হিসেবেই নয়, বন্ধু হিসেবেও সারাজীবন স্ত্রীর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন বর। বিনিময়ে স্ত্রীও স্বামীর সঙ্গে জাবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকার প্রতিশ্রুতি দেন।
ব্যাখ্যাকার বিভিন্ন হওয়ায়, এলাকাভেদের কারণ থাকায় বিভিন্ন পদ্ধতি দেখা যায়। তবে গড়পড়তা বিয়ের পদ্ধতিগুলি মোটামুটি একই থেকে গিয়েছে।