BY- Aajtak Bangla
5 April, 2025
রাতে পাড়ার কুকুরদের কান্না অনেকেই শুনে থাকবেন। সেই সময় বুকটা ছ্যাঁত করে ওঠে। কোনও খারাপ খবর এল বলে।
অনেকের বিশ্বাস, মাঝারতে কুকুরের কান্না অশুভ! অনেকে মানেন, মাঝরাতে কুকুরের কান্না কারও মৃত্যুর সংকেত দিচ্ছে!
মানুষের এও বিশ্বাস, কুকুর অশরীরী আত্মা দেখতে পায়, রাতে কোনও প্রেতাত্মা দেখতে পেলে আর্তনাদ করে ওঠে!
কিন্তু এ সবই মানুষের ভ্রান্ত ধারণা এগুলো শুধুই কুসংস্কার। এর পিছনে বৈজ্ঞানিক কোনও কারণ নেই।
বিজ্ঞান বলছে, মানুষের মনোযোগ কাড়তে কুকুর রাতে কেঁদে ওঠে।
গবেষণায় দেখা গিয়েছে, পুরনো এলাকা ছেড়ে নতুন এলাকায় এলে কুকুরের মন খারাপ থাকে, সেই দুঃখ থেকেই রাতে কুকুর কেঁদে ওঠে।
অনেক সময় মানুষের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও কুকুর মাঝরাতে কেঁদে ওঠে।
কোনও দুর্ঘটনায় আঘাত পেলে বা শরীর খারাপ থাকলে কুকুর রাতে কেঁদে ওঠে। এই কান্নার কারণ সঙ্গীকে জানান দেওয়া। রেন।
কুকুরও ভয় পায়। বয়সের সঙ্গে সঙ্গে সেই ভয় আরও বাড়তে থাকে। বাড়তে থাকে নিরাপত্তাহীনতা। সেই ভয় থেকেও অনেকসময় কুকুর মাঝরাতে কেঁদে ওঠে।