BY- Aajtak Bangla
16 MARCH, 2025
ই-রিকশা হলো বৈদ্যুৎচালিত তিন চাকাবিশিষ্ট বাহন। এটি কম দামে এবং বিদ্যুৎচালিত হওয়ার কারণে জ্বালানী খরচ থাকে না।
তবে অর্থনৈতিক দিক থেকে বেশ লাভজনক হওয়ায়, প্রচুর টোটো বা ই রিক্সা চলে।
এই গাড়ি অনেকের আংশিক বা পূর্ণকালীন কর্মসংস্থানের কারণ।
অনেক তরুণ- তরুণী এখন ই-রিকশা চালাচ্ছে।
তবে কেন জানেন? এই যানকে টোটো বা টুকটুক বলে?
এই যান মানুষের যাতায়াতেও ভীষণ সুবিধা দেয়। যে কোনও জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায়।
যারা সারাদিন ঘুরে বেড়ায় তাদের আমরা টোটো কোম্পানি বলি। সেখান থেকেই এসেছে এই নাম।
বাংলার অন্য অনেক জায়াগাতেও এই ই-রিক্সা চলে। সেখানে নাম আবার টুকটুক।
এই যানের গতির জন্যই এর এমন নাম। টুক টুক করে ধীর গতিতে চলে বলে এর এমন নাম।