19 May, 2025

BY- Aajtak Bangla

ভরসন্ধেতে খোলা চুলে ঘুরছেন, কীসের ইঙ্গিত জানেন?

সন্ধেবেলা মেয়েদের খোলা চুলে ঘুরতে নেই, এই কথা প্রায়শই মা-ঠাকুরমাদের মুখে শুনে এসেছি আমরা।

হিন্দু শাস্ত্র মতে মেয়েদের সূর্যাস্তের পরে চুল খুলে রাখতে নেই।

অনেকেই মনে করেন এই নিয়ম না মানলে নেতিবাচক প্রভাব পড়ে। অনেক সমস্যায় পড়তে হতে পারে।

সন্ধের পর মেয়েদের চুল খোলা রাখা নিয়ে আমাদের সমাজে নানা বিধিনিষেধ প্রচলিত।

হিন্দু শাস্ত্র মতে, এই অভ্যাস নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে। এমনকি, তন্ত্র-মন্ত্রের শিকার হওয়ার আশঙ্কাও থেকে যায়।

বাঁধা চুল সম্পর্ক ও জীবনে শৃঙ্খলা আনে। জ্যোতিষশাস্ত্রেও আলগা ও জট পাকানো চুলকে অশুভ বলে মনে করা হয়।

শাস্ত্রের পাশাপাশি বিজ্ঞানও চুল খোলা নিয়ে সতর্ক করে। বিশেষজ্ঞরা বলছেন, রাতে চুল খোলা রাখলে জট পাকানোর আশঙ্কা বাড়ে।

এর ফলে চুল দুর্বল হয়ে ভেঙে যেতে পারে। তাছাড়া, চুল মুখে লেগে ত্বকে অ্যালার্জি বা ব্রণ হওয়ার ঝুঁকিও বাড়ে।  

সন্ধ্যার পর চুল বাঁধার এই অভ্যাস শুধু শাস্ত্রীয় বা বৈজ্ঞানিক কারণেই নয়, দৈনন্দিন জীবনে শৃঙ্খলা আনার প্রতীক হিসেবেও কাজ করে।