BY- Aajtak Bangla
17 MARCH, 2025
ঘুরতে যাওয়া হোক বা কাজের জন্য দূরে কোথাও যেতে হলে ভরসা ট্রেন। প্রতিদিন লক্ষাধিক যাত্রী ট্রেনে যাতায়াত করেন।
সেই কারণেই বিশ্বের অন্য়তম বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে। নিয়মিত ট্রেনে চড়লেও, বহু মানুষ ট্রেনের খুঁটিনাটি সম্পর্কে জানেনই না।
এই যেমন, রাতে কেন ট্রেন বেশি স্পিডে ছোটে? অধিকাংশ মানুষেরই এই উত্তর জানা নেই।
দূরপাল্লার ট্রেনে যারা যাতায়াত করেছেন, তারা অনেকেই লক্ষ্য করেছেন যে দিনের বেলায় যে গতিতে চলে ট্রেন, রাত হলে তা অনেকটাই বেড়ে যায়।
কোনও কারণে যদি ট্রেন লেট চলে, তবে রাতে বেশি স্পিডে চালিয়ে সেই সময়ের খামতি পূরণ করে দেন চালক। কিন্তু কেন এমনটা করেন জানেন?
রাতে ট্রেনের গতি বাড়ানোর পিছনে একাধিক কারণ থাকে। প্রথম কারণই হল, রাতে রেললাইনে পারাপার প্রায় নগণ্য থাকে। গাড়ি চলাচলও কম থাকে। দ্রুত সিগন্য়াল দেওয়া যায় এই কারণে।
বন্য জন্তুরাও তুলনামূলকভাবে কম বের হয়, রেললাইনে আসে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। এর জন্যই রাতে স্পিডে ছোটে ট্রেন।
রাতে একটা নির্দিষ্ট সময়ের পর লোকাল ট্রেন চলে না। ট্রাক ফাঁকা থাকায় ট্রেন দ্রুত দূরত্ব পার করার সুযোগ পায়।
আবার রাতের অন্ধকারে অনেক দূর থেকে সিগন্যাল দেখা যায়। সিগন্যাল দেখার জন্য ট্রেনের স্পিড কমানোর কোনও প্রয়োজন পড়ে না।