BY- Aajtak Bangla
6th August, 2024
প্রেমে পড়া বারণ..কারণে অকারণ..। কিন্তু মানুষের মন শোনে না বারণ। আর তাই তো বারেবারে প্রেমে পড়ে।
একবার মন ভাঙার পরও আবারও প্রেম আসতে খুব বেশি সময় নেয় না। জীবনে প্রেম হয় একাধিক বার।
কিন্তু মানুষ কেন বারবার প্রেমে পড়ে জানেন?
আসলে মানুষ প্রেমে পডলেই তার চারদিকের পৃথিবীটা কেমন বদলে যায়। একটা মানুষের সঙ্গে সবসময় কথা বলতে, তার কথা চিন্তা করতে ভালোলাগে।
আর এই অনুভূতিটার জন্যই মন ভাঙার পরও মানুষ আবারও প্রেমে পড়েন।
আসলে প্রেম করলে অক্সিটোসিন, ডোপামিন, এন্ডোরফিন নামক ‘হ্যাপি হরমোন’ নিঃসরণ হয়।
এগুলো যত বেশি নিঃসরণ হবে প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ঘুম ভালো হবে সেই সঙ্গে বাড়বে বিপাকহারও।
যাকে আমরা ভালবাসি, তাকে দেখা মাত্রই এই হরমোনগুলোর নিঃসরণ ঘটে। আর এই হরমোন যত বেশি নিঃসরণ হবে, হজম প্রক্রিয়াও অনেক বেশি সহজ হবে।
তবে বারবার প্রেমে মানুষ কেন পড়ে এর সঠিক কোনও কারণ জানা নেই, আসলে প্রেমের দুনিয়া বড়ই গোলমেলে।