BY- Aajtak Bangla

ফেব্রুয়ারি ২৮ দিনেই শেষ কেন? উত্তরটা দারুণ ইন্টারেস্টিং

24 February, 2025

আপনি কি জানেন, অন্য সব মাসে ৩০ বা ৩১ দিন থাকলেও ফেব্রুয়ারিতে ২৮ দিন কেন? আসুন, ইতিহাস ঘেঁটে দেখি!

প্রাচীন রোমান ক্যালেন্ডারে মাত্র ১০টি মাস ছিল। তখন নতুন বছর শুরু হত মার্চ মাসে!

সম্রাট নুমা পম্পিলিয়াস ৭১৩ খ্রিস্টপূর্বে আরও ২টি মাস যোগ করেন— জানুয়ারি ও ফেব্রুয়ারি

রোমানদের মতে, সংখ্যা জোড় (even) হলে অশুভ, তাই তাঁরা মাসগুলিকে ২৯ বা ৩১ দিন করলেন। তখনই ফেব্রুয়ারিকে ২৯  দিন করে দিলেন।

৪৬ খ্রিস্টপূর্বে জুলিয়াস সিজার নতুন জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন, যেখানে বেশিরভাগ মাস ৩০ বা ৩১ দিনে ঠিক করা হয়।

জুলাই (July) জুলিয়াস সিজারের নামে এবং অগাস্ট (August) সম্রাট অগাস্টাসের নামে রাখা হয়। অগাস্টাস চাইছিলেন, তাঁর মাসও ৩১ দিনের হোক!

অগাস্টাস অগাস্ট মাস ৩০ দিন থেকে বাড়িয়ে ৩১ দিন করে দেন এবং সেই জন্যই ফেব্রুয়ারি থেকে একদিন কেটে নেওয়া হয়!

চার বছরে একবার, ফেব্রুয়ারিতে ২৯ দিন হয়, কারণ পৃথিবীর কক্ষপথ ৩৬৫.২৫ দিন। এই অতিরিক্ত ০.২৫ দিন পূরণ করতে লিপ ইয়ার যুক্ত হয়।

ফেব্রুয়ারি সবচেয়ে ছোট মাস হলেও, এটি ভ্যালেন্টাইন্স ডে, লিপ ইয়ার, ও ব্ল্যাক হিস্ট্রি মান্থের জন্য বিখ্যাত!