13 NOV, 2024
BY- Aajtak Bangla
কোথাও আগুল লাগলে ফায়ার ব্রিগেড বা দমকলে খবর যায়। তারপর তারা এসে আগুন নেভায়।
কিন্তু আপনি কি জানেন ফায়ার ব্রিগেডকে কেন দমকল বলা হয়?
fire brigade-র বাংলা হল অগ্নিনির্বাপক বিভাগ। কিন্তু গোদা বাংলায় একে দমকল বাহিনী বলে।
আসলে এখনকার সময়ে এক ফোনে যেমন ফায়ার ব্রিগেড হাজির হয়ে যায় এককালে এরকমটা ঠিক হত না।
রাস্তার ধারে একটি নির্দিষ্ট দূরত্বে আগুন লাগার খবর জানানোর জন্য লাল রঙের একটি যন্ত্র বসানো হত।
এই যন্ত্রটা দেখতে অনেকটা লোহার আলমারির মত বা লাল রঙের পোস্ট বক্সের মতো। প্রত্যেকটি যন্ত্রের সঙ্গে একটি নির্দিষ্ট তার যুক্ত থাকত, যা কিনা নিকটবর্তী ফায়ার ব্রিগেডের সঙ্গে যোগাযোগ স্থাপন করত।
এই যন্ত্রের ভেতর একটি লোহার হাতল থাকত। ফায়ার-ব্রিগেডকে ফায়ার কল দিতে হলে বা আগুন লাগার খবর জানাতে হলে এই হাতলটি ধরে কয়েকবার ঘোরালেই নিকটবর্তী ফায়ার ব্রিগেডে কল চলে যেত।