3 DECEMBER, 2024
BY- Aajtak Bangla
বিয়েতে অনেক গুরুত্বপূর্ণ রীতি অনুসরণ করা হয়।
প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ে বিভিন্ন রীতি ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে হয়ে থাকে।
হিন্দু ধর্মে অনেক আচার-অনুষ্ঠান সম্পাদিত হয়, যার মধ্যে রয়েছে জয় মালা, সিঁদুর দান, সাত ফেরা, কন্যাদান ইত্যাদি।
বিয়ের পর সুহাগরাতের অনুষ্ঠান করা হয়। কিন্তু সুহাগরাত মানে কি জানেন?
সুহাগরাত শব্দটি সংস্কৃত শব্দ সৌভাগ্যের সঙ্গে যুক্ত।
এটা বিশ্বাস করা হয় যে সুহাগের উৎপত্তি সৌভাগ্য থেকে।
সুহাগ এবং সুহাগন উভয় শব্দই বিবাহিত মহিলাদের জন্য ব্যবহৃত হয়।
স্বামীর সৌভাগ্য বৃদ্ধির জন্য নারীকে বিয়ের প্রতীক যেমন সিঁদুর, শাখা, পলা, পায়ের আংটি, মঙ্গলসূত্র ইত্যাদি পরানো হয়।
এমন অবস্থায় কনে হওয়ার পর বিয়ের প্রথম রাতকে বলা হয় সুহাগরাত।