30 March, 2025

BY- Aajtak Bangla

ভাজার আগে মাছে নুন-হলুদ কেন মাখানো হয়? ৯৯% লোক জানেন না

কথাতেই আছে মাছে-ভাতে বাঙালি। এক টুকরো মাছ ছাড়া রসনা তৃপ্তি হয় না।

মাছ প্রেম

পুকুর নদীর মাছ রুই, কাতলা, মৃগেল, শিঙি হোক কিংবা সামুদ্রিক মাছ পমফ্রেট, পাবদা। সবার প্রিয় ইলিশ-চিংড়ি তো আছেই তালিকায়। ভোলা-ভেটকিও বাঙালির প্রিয়।

নানান প্রজাতি

স্বাস্থ্যের জন্য মাছ খুব উপকারী। এতে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন, যা শরীরে খুব সহজে গৃহীত হয়। পাশাপাশি মাছে আছে ফসফরাস, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম।

মাছ উপকারী

যে কোনও মাছই রান্নার আগে ভাজা হয়ে থাকে। সেটা কড়া করে হোক আর হালকা করে।

মাছ ভাজা

আর মাছ ভাজার আগে মাছে নুন-হলুদ মাখানো হয়। কেন এটা করা হয় সেটা জানা আছে আপনার।

নুন-হলুদ দেওয়া

এতে মাছ দ্রুত এবং কম তেলে ভাজা যায়। নুন হলুদ মাছকে সংরক্ষণেও সাহায্য করে।

কারণ ১

নুন ও হলুদ মাছের নিজস্ব স্বাদকে আরও উন্নত করে।

কারণ ২

নুন-হলুদ মাখিয়ে রাখলে মাছ সহজে পচে না।

কারণ ৩

মাছের আঁশটে গন্ধের জন্য হলুদ মাখানো হয়। অন্য দিকে, নুন সংরক্ষণকারী হিসেবে কাজ করে। মাছকে তাজা এবং সতেজ রাখে।

কারণ ৪

কাঁচা মাছে নুন-হলুদ ম্যারিনেট করার প্রধান কারণ এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যা জীবাণু এবং সংক্রমণকে দূরে রাখতে সাহায্য করে।

কারণ ৫