18th December, 2024
BY- Aajtak Bangla
সব বাড়িতেই রান্নার কাজে ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডার।
গ্যাস সিলিন্ডার ছাড়া রান্নাঘরে রান্না করা একেবারে অসম্ভব।
সিলিন্ডারের দাম বাড়লেও এটা প্রত্যেক সংসারের অত্যন্ত জরুরি একটা জিনিস।
সব বাড়িতেই মাসে দুটি করে সিলিন্ডারের প্রয়োজন হয়।
আবার কিছু কিছু বাড়িতে সদস্য সংখ্যা বেশি হলে সিলিন্ডার বেশি লাগে। ।
ভেবে দেখেছেন, কেন গ্যাস সিলিন্ডার শুধু লাল রং-এরই হয়? এর উত্তর অনেকেই জানেন না।
কারণ এর মধ্যে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস ভরা থাকে, যা অতি দাহ্য জিনিস।
সেই বিপদ থেকে সকলকে সাবধান রাখতেই এর রং লাল করা হয়েছে।
যেহেতু লাল রং বিপদ এবং সতর্কতার বার্তা দেয় তাই বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের রং লাল করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
লাল রং অনেকটা দূর থেকে দেখা যায়, ফলে কোনও জায়গায় রান্নার গ্যাস সিলিন্ডার রাখা আছে এটা সহজেই মানুষ বুঝে নিতে পারে। ফাইবার যা ওজন কমানোর পাশাপাশি হজমশক্তি শক্তিশালী করে।