17 JULY, 2024
BY- Aajtak Bangla
প্রত্যেকেই চায় একমাথা ঘন কালো চুল থাকুক। তবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চুল সাদা হতে শুরু করে।
বর্তমান যুগে মানুষের চুল অল্প বয়সেই সাদা হয়ে যাচ্ছে। সাদা চুল কালো করতে কলপ করতে হচ্ছে অল্প বয়সেই।
বিজ্ঞানীরা চুল সাদা হয়ে যাওয়ার কারণ আবিষ্কার করেছেন।
রঙ্গক-উৎপাদনকারী স্টেম কোষের পরিপক্ক হওয়ার অক্ষমতা এক্ষেত্রে দায়ী।
চুলের বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে স্টেম সেলের বৃদ্ধি হওয়ার ক্ষমতা থাকে। বয়স বাড়লে চুলের রং কালো ধরে রাখার ক্ষমতা হারিয়ে যায়।
চুলের রং নিয়ন্ত্রিত হয় যে মেলানোসাইট স্টেম সেলে থাকা রঙ্গকের কারণে।
চুলের ফলিকলে মেলানোসাইট স্টেম সেলগুলি আমাদের চুলে রঙ্গক তৈরি এবং তা ধরে রাখার জন্য দায়ী।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্টেম সেলগুলির বৃদ্ধি আটকে যেতে পারে এবং চুলের রঙ কালো রাখার ক্ষমতা হারাতে পারে।
মেলানিন তৈরি করা স্টেম সেলগুলো যখন ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়, তখন আমাদের চুল সাদা হতে শুরু করে।