05 JANUARY 2025

BY- Aajtak Bangla

ফুলশয্যার রাতে বরকে দুধ কেন খাওয়ানো হয়? চমৎকার রহস্য

বিয়ের পর ফুলসজ্জার রাত খুব বিশেষ। প্রতিটি স্বামী-স্ত্রীয়ের জীবনে এই রাতটি বিশেষ। 

আয়ুর্বেদ শাস্ত্রে ফুলশয্যার রাত স্বামী-স্ত্রীর প্রথম মিলনের রাত। এই রাতকে ঘিরে অনেক আচার নিয়ম পালিত হয়। তার মধ্যে একটি দুধ খাওয়ানো।

বিশেষজ্ঞরা বলেন, ফুলশয্যায় দুধ খাওয়ানোর রীতি একদম প্রাচীনকালের। আসলে সেই যুগ থেকেই দেশের কৃষি ও অর্থব্যবস্থায় এবং দৈনন্দিন জীবনে গরুর দুধের বিশেষ গুরুত্ব রয়েছে।

ফুলসজ্জার এই রাত স্মবামী-স্ত্রীয়ের মিলনের রাত। তাই স্বামীকে দুধ খাওয়ানোর একটা রেওয়াজ আছে। অনেকে এটিকে কুসংস্কার ভাবেন। কিন্তু এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক অর্থ।

আসলে, দুধ পুরুষদের শরীরের শুক্র ধাতুকে উজ্জীবিত করে। আয়ুর্বেদ অনুযায়ী, দুধ হল কামোদ্দীপক অর্থাত্‍ এতে কামেচ্ছা ও কামশক্তি বাড়ে।

আসলে এর পিছনে আরেকটি কারণ হল, বিয়ের আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর শারীরিক ক্লান্তি আসে। সেই সময়ে কেশর, হলুদ, পেস্তা বাদাম মেশানো দুধ দম্পতিদের খাওয়ানো হলে দেহে এনার্জি বাড়ে।

বাদাম ও দুধ উভয়েই প্রোটিন সমৃদ্ধ খাবার। তা মানবদেহে শক্তি প্রদান করে।

কেশর মেশানো দুধ উচ্চ মাত্রায় প্রোটিন থাকে। যা দেহের সে'ক্স হরমোনগুলোকে উদ্দীপিত করে। টেস্টস্টেরন, ইস্ট্রোজেনের ক্ষরণ বৃদ্ধি পায়। প্রথম রাতে স্বামী- স্ত্রীর মধ্যে মিলনের ইচ্ছা বাড়াতেই এই রীতি চলে আসছে৷

দুধ মানবদেহের তাপমাত্রা কমিয়ে সতেজ রাখতে সাহায্য করে।