20 MAY 2025

BY- Aajtak Bangla

স্বামী কাছেও ঘেঁষছেন না!এই ৫ কারণ দায়ী নয় তো? 

দাম্পত্যে সুখ-শান্তি বজায় রাখার জন্যে রোম্যান্টিক মুহূর্ত তৈরি হওয়া খুব দরকার। 

কিন্তু অফিসে কাজের চাপ, সাংসারিক টানাপোড়েনে নিজেদের জন্যে আলাদা করে সময় বের করতে পারেন না অনেক দম্পতি।

ফলে ভাটা পড়ে প্রেমেও। অনেক মহিলাই অভিযোগ করেন, স্বামীর রোম্যান্স বা শারীরিক ঘনিষ্ঠতায় কোনও আগ্রহই নেই!

ঠিক কোন কোন কারণে রোম্যান্সের প্রতি আগ্রহ হারান পুরুষেরা? 

দুশ্চিন্তার কারণে যৌন চাহিদাতেও খারাপ প্রভাব পড়ার আশঙ্কা থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

প্রয়োজনে মেডিটেশন করতে পারেন। দৈনিক ৩০ মিনিট করলেই উপকার পাবেন হাতেনাতে।

একঘেয়েমি কাটাতে বেডরুমে নানারকম ‘এক্সপেরিমেন্ট’ করতে পারেন। উইকেন্ডে কোথাও ঘুরে আসতে পারেন।

সঙ্গী অন্য কারও প্রতি দুর্বল হয়ে পড়লেও আপনার প্রতি তিনি আগ্রহ হারাতে পারেন। তাই একটু চোখ কান খোলা রাখুন।

স্বামীর সঙ্গে যদি নিত্যদিন কোনও না কোনও বিষয় নিয়ে অশান্তি হতেই থাকে তবে স্বামী শারীরিক ঘনিষ্ঠতায় আগ্রহও হারাতে পারেন।