BY- Aajtak Bangla
17th August, 2024
একবছর হোক অথবা বিয়ের কিছু বছর স্বামীর প্রতি আকর্ষণ হারাচ্ছেন মেয়েরা।
বারবার পরকীয়ায় জড়াচ্ছেন মহিলারা। আর এই নিয়ে তাদের মধ্যে কোনও আক্ষেপও নেই।
এক গবেষণায় জানা গিয়েছে, মহিলাদের মধ্যে একাধিকবার পরকীয়ায় জড়ানো বাড়ছে। গবেষকরা এই পরকীয়া সম্পর্কের প্রতি আসক্তির কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন।
সম্পর্কে টানাপোড়েন থাকলে তবেই মেয়েরা অন্য একটি সম্পর্কের খোঁজ করেন। বাইরে থেকে সম্পর্ক স্বাস্থ্যকর মনে হলেও, সব সম্পর্কের সমীকরণ মনের মতো হয় না।
দীর্ঘদিন ধরে একই ব্যক্তির শরীরী স্পর্শে একঘেয়েমি চলে আসে। তাই নতুন স্পর্শ এবং অনুভূতির সন্ধান করেন নারীরা।
বিবাহিত সম্পর্কে থাকাকালীন অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার অন্য একটি কারণ হতে পারে আত্মবিশ্বাস এবং আর্থিক স্বাধীনতা।
ফলে বিচ্ছেদের পর কীভাবে জীবনধারণ করবেন, সেই চিন্তা নেই বেশির ভাগেরই। অন্য কারো জন্য অনুভূতি জন্ম নিলেও তাই তা না আটকে বরং প্রশ্রয় দিচ্ছেন।
সোশ্যাল মিডিয়া, অনলাইন ডেটিং অ্যাপ এবং আরও বহু সুবিধার কারণে প্রতিদিনই নতুন কারোর সঙ্গে আলাপ হচ্ছে।
প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও, ধীরে ধীরে তা পরিণত হচ্ছে প্রেমের সম্পর্কে। দীর্ঘদিনের সম্পর্কে থাকার পর হঠাৎ নতুন কোনও অভিজ্ঞতা মনে আলোড়ন তুলছে।
ফলে সম্পর্কে থাকা সত্ত্বেও নিজেদের নতুন সম্পর্কে জড়িয়ে পড়া থেকে আটকাতে ব্যর্থ হচ্ছেন।