BY- Aajtak Bangla
06 July, 2024
দেহে থাকা তিল সৌন্দর্যের অংশ হিসেবে ধরা হয়। তিলের আকার বড় হলে হয় আঁচিল। আর আঁচিলে লোম গজানোটা অনেকের কাছেই সুখকর নয়।
আঁচিল বা তিল শরীরের যে কোনো জায়গায় হতে পারে। তবে যেগুলো ত্বকের লোমকূপের ওপরে হয়, সেগুলোতেই লোম গজাতে দেখা যায়।
অনেকের ধারণা আছে তিল বা আঁচিলে লোম ওঠা মানে ক্যান্সারের লক্ষণ।
সাধারণত তিল বা আঁচিল ক্যান্সার তৈরিতে ভূমিকা রাখে না। অনেকে মনে করেন ‘মেলানোমা’ নামক ত্বকের ক্যান্সারের লক্ষণ হল আঁচিল, যা একেবারেই ঠিক না
লোমযুক্ত আঁচিল যদি অস্বস্তিকর মনে হয় তবে সাধারণভাবে চিমটার সাহায্যে লোম তুলে ফেলা, শেভ বা ওয়াক্স করা যেতে পারে।
সাধারণভাবে বলতে গেলে আঁচিল হল ত্বকের কোষের সমষ্টি।
আর আঁচিল সারানো অব্যর্থ ওষুধ হল কলার খোসা। এটি দারুণ উপকার আঁচিলের জন্য।
কলার খোসাতে প্রচুর পরিমাণ মিনারেল এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রূপচর্চায় বিশেষ ভূমিকা পালন করে এই কলার খোসা।
শরীরের যে কোনও অংশে আঁচিল দেখা দিলে কলার খোসার সাদা অংশটা দীর্ঘক্ষন ধরে সেই আঁচিলের ওপর ঘষে সেই আঁচিলের ওপর এক টুকরো কলার খোসা চাপা দিন।
এরপর গজ ব্যান্ডেজ দিয়ে মুড়ে দিলেই চিরতরে বিদায় নেবে আঁচিলের সমস্যা।