1 JULY, 2024

BY- Aajtak Bangla

বর্ষাকালেই কেন গাছ লাগানো সবচেয়ে ভাল? বহু লোকই জানেন না

বর্তমানে সারা পৃথিবীজুড়েই তাপমাত্রা বাড়ছে। যার কারণে আবহাওয়া বদলে যাচ্ছে। এটা রোখার জন্য প্রচুর গাছ লাগাতে হবে।

আমরাও সারা বছরই বাড়ির বাগানে নানা ধরনের গাছ লাগাই। তবে বর্ষাকালে গাছ লাগানো সবচেয়ে ভাল।

কিন্তু জানেন কি কেন বর্ষাকালে গাছ লাগানো সবচেয়ে ভাল? চলুন জেনে নেওয়া যাক।

আসলে বর্ষাকালে একটা গাছের জন্য প্রয়োজনীয় খাদ্য প্রচুর পরিমাণে পাওয়া যায়।

বৃষ্টির জলে দ্রবীভূত নাইট্রোজেন গাছের পাতায় পড়ে।

এরপর গাছ সেই নাইট্রোজেন পত্ররন্ধের মাধ্যমে শোষণ করে।

এরপরই গাছের পাতা ও কাণ্ড দ্রুত বৃদ্ধি পায়। কিছুদিনের মধ্যেই গাছ বড় হয়ে যায়।

বর্ষাকালে ফলজাতীয় গাছ বেশি করে লাগানো উচিত বলেই মনে করেন বিজ্ঞানীরা।

তবে অন্য গাছও লাগাতে পারেন।