28 May, 2023

BY- Aajtak Bangla

বেড়ালের রাস্তা কাটা সত্যিই কি অশুভ?

সমাজে বেশ কিছু সংস্কার-কুসংস্কারের মধ্যে বিড়ালের রাস্তা কাটা অন্যতম এক কুসংস্কার।

ধরুন আপনি কোনও গুরুত্বপূর্ণ কাজে বেরোচ্ছেন আর আপনার রাস্তা আটকে দিল বিড়াল। তা নাকি অশুভ বলেই ধরে নেওয়া হত।

অনেকে এই অশুভ কাটানোর জন্য রাস্তায় থুতু ফেলে এগিয়ে যায়।

এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম এই বিশ্বাস অনেক মানুষের মনে গেঁথে আছে।

বিশেষ করে কালো বিড়াল রাস্তা কাটলে তা বিশেষভাবে অশুভ বলে মনে করেন অনেকে।

তবে সত্যিই কী বিড়ালের রাস্তা কাটা অশুভ। আসুন জেনে নিই গোটা বিষয়টি।

জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয়। রাহুর প্রভাবে জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে।

এই কারণেই বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। কারণ বিড়াল পথ কাটছে মানে সেখানে রাহুর প্রভাব রয়েছে।

হিন্দু ধর্ম অনুসারে সম্পদের দেবী লক্ষ্মীর বোন হলেন অলক্ষ্মী। এই অলক্ষ্মী দারিদ্রের দেবী।

বিড়াল অলক্ষ্মীরও বাহন বলে মনে করা হয়। তাই বিড়াল হল অশুভ আর সঙ্কটের প্রতীক।

তবে দীপাবলির দিন ঘরে বিড়ালের প্রবেশ শুভ বলে মনে করা হয়। এদিন ঘরে বিড়াল প্রবেশ করলে সমৃদ্ধির আগমন ঘটে বলে মনে করা হয়।