12 JAN, 2025

BY- Aajtak Bangla

ঝাড়গ্রাম জেলার নামে 'ঝাড়' শব্দের অর্থ কী?

ঝাড়গ্রাম জেলা হল  রাজ্যের মেদিনীপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। এটি বনপাহাড়ির বনভূমির সৌন্দর্য এবং বেলপাহাড়ি পাহাড়ের জন্য বিখ্যাত।

জেলার উত্তরে কাকরাঝোড় এবং দক্ষিণে সুবর্ণরেখা নদী। এটি বন্যপ্রাণীদের জন্য ভাল বাসস্থান এবং পর্যটকদের জন্য একটি প্রিয় গন্তব্য।

প্রাচীন মন্দির, রাজপ্রাসাদ এবং লোকগান এই এলাকাটিকে আকর্ষণীয় করে তোলে।

২০১৭ সালের ৪ এপ্রিল পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমাটিকে নিয়ে এই জেলাটি গঠিত হয়। ঝাড়গ্রাম জেলার জেলাসদর হল ঝাড়গ্রাম শহর।

তবে, জানেন কি ঝাড়গ্রাম জেলার নামটা কেন ঝাড়গ্রাম রাখা হয়েছে? ঝাড় শব্দের অর্থ কী?

ঝাড়গ্রাম শহরের নামানুসারে ঝাড়গ্রাম মহকুমা বা জেলার নামকরণ হয়েছে। তবে আদিতে এটি গ্রাম ছিল, স্থাননামেই তার ইঙ্গিত আছে।

'ঝাড়ি' শব্দটি বিভিন্ন ভারতীয় ভাষায় আছে, যার অর্থ ঝোপজঙ্গল বা বনভূমি। এই 'ঝাড়ি' সমৃদ্ধ অঞ্চল 'ঝাড়িখণ্ড', যাকে আমরা এখনকার ঝাড়খণ্ড বলে জানি।

ঝাড়গ্রাম নামের মূলেও এই ঝোপজঙ্গল যুক্ত এলাকা বা 'ঝাড়ি' শব্দটি রয়েছে।

এই গ্রামে 'ঝাড়ি' বা ঝোপজঙ্গল ছিল বলেই এর নাম হয়েছে ঝাড়িগ্রাম বা এখনকার ঝাড়গ্রাম। ঝাড় কথার অর্থ বনজঙ্গল আর গাঁ কথার অর্থ গ্রাম। তাই ঝাড় গাঁ থেকে ঝাড়গ্রাম।