23 April, 2025

BY- Aajtak Bangla

'মিনি সুইজারল্যান্ড' কেন বলা হয় পহেলগাঁওয়ের এই উপত্যকাকে?

বৈসরান পহেলগাম থেকে ৫ কিমি দূরে অবস্থিত একটি মনোরম তৃণভূমি, যেটিকে কাশ্মীরের 'মিনি সুইৎজারল্যান্ড' বলা হয় তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য।

ঘন পাইন বন, তুষারাবৃত পর্বত, সবুজ তৃণভূমি বৈসরানকে ইউরোপীয় আবহ প্রদান করে, যা একে পর্যটকদের প্রিয় গন্তব্যে পরিণত করেছে।

বৈসরানে যান চলাচল নিষিদ্ধ। পর্যটকরা পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছান।

হামলার পর পুরো পহেলগাম ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা, সিআরপিএফ, পুলিশ, এসওজি পুরো অঞ্চল ঘিরে রেখেছে।

কাশ্মীর বনধ পালিত হয়েছে এই হামলার প্রতিবাদে। রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো একত্রে নিন্দা জানিয়েছে।

পহেলগাম থেকে পাকিস্তান সীমান্ত প্রায় ১০৮৪ কিমি দূরে অবস্থিত এবং যাত্রাপথে প্রায় ২১ ঘন্টা সময় লাগে।

এনআইএ ও ফরেনসিক দল হামলার তদন্তের জন্য দিল্লি ও জম্মু থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

হেলিকপ্টার, ড্রোনের মাধ্যমে তল্লাশি চালানো হচ্ছে। হামলার পর অভিযুক্ত সন্ত্রাসীদের ধরতে বড়সড় সামরিক অভিযান শুরু হয়েছে।