BY- Aajtak Bangla
ভারতে কেবল একটি বা দুটি নয়, ১৪ ধরনের ১০ টাকার কয়েন বাজারে চালু রয়েছে। কোনটা আসল আর কোনটা নকল তা নিয়ে মানুষ বিভ্রান্তিতে থাকে।
আজ আমরা কোন ১০ টাকার কয়েন আসল আর কোনটা নকল তা নিয়ে কথা বলব না, বরং এর বাইরের অংশ হলুদ রঙের কেন তা নিয়ে কথা বলব।
=
হ্যাঁ, ভারতে প্রচলিত সমস্ত মুদ্রার মধ্যে সবচেয়ে আলাদা মুদ্রা হল ১০ টাকার কয়েন। এই কয়েনের বাইরের গোলাকার অংশ হলুদ রঙের এবং ভেতরের অংশটি রুপোলি রঙের।
আসলে ১০ টাকার মুদ্রাটি দুই ধরনের ধাতু দিয়ে তৈরি এবং সেই কারণেই এটিকে দ্বিধাতু মুদ্রাও বলা হয়।
১০ টাকার মুদ্রা কাপ্রো-নিকেল নামক একটি ধাতু দিয়ে তৈরি, যার কারণে এটি রুপোর মতো জ্বলজ্বল করে। তবে এতে রুপো ব্যবহার করা হয় না।
১০ টাকার মুদ্রার বাইরের অংশ তৈরিতে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ ব্যবহার করা হয়, যার কারণে এর বাইরের অংশ হলুদ রঙের হয়।
অ্যালুমিনিয়াম ব্রোঞ্জযুক্ত হলুদ অংশে ৯২ শতাংশ তামা, ৬ শতাংশ অ্যালুমিনিয়াম এবং ২% নিকেল ব্যবহার করা হয়েছে। এই সমস্ত ধাতুর মিশ্রণকে অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ বলা হয়।
১০ টাকার কয়েনে দুটি ধাতু ব্যবহারের পেছনের ধারণাটি হল স্থায়িত্ব, নিরাপত্তা এবং জাল মুদ্রার বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করা।
১০ টাকার কয়েন যাতে দ্রুত নষ্ট না হয় সেজন্য বিভিন্ন ধাতু ব্যবহার করা হয়। দুটি ধাতু বা ভিন্ন ধাতুর তৈরি হওয়ায় আসল এবং নকলের মধ্যে পার্থক্য করা সহজ হয়।