13 September 2024
BY- Aajtak Bangla
১. সূর্যের আলো সাদা, যা সাতটি রঙ নিয়ে গঠিত।
২. আলো বায়ুমণ্ডলে প্রবেশ করলে বায়ুর কণাগুলির সঙ্গে ধাক্কা খায়।
৩. ছোট তরঙ্গদৈর্ঘ্যের রঙ, যেমন নীল, বেশি বিক্ষিপ্ত হয়।
৪. নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট হওয়ায় এটি সবদিকে ছড়িয়ে পড়ে।
৫. বাকি রঙগুলো কম বিক্ষিপ্ত হয়।
৬. আমাদের চোখে বেশি নীল আলো পৌঁছায়।
৭. এজন্য আমরা আকাশকে নীল দেখি।
৮. সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল হয়। কারণ তখন লাল আলো বেশি প্রতিফলিত হয়।
৯. এই প্রক্রিয়াকে রে-লেই বিক্ষেপণ বলা হয়।