26 SEP, 2024

BY- Aajtak Bangla

ট্রেন রাতে কেন বেশি স্পিডে চলে কেন? কারণটা জেনে নিন

আমরা সবাই জানি যে ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা হয়।

ভারতীয় রেলের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে।

আপনি নিশ্চয় রাতে ট্রেনে ভ্রমণ করেছেন। তাহলে আপনি অবশ্যই একটি জিনিস লক্ষ্য করেছেন যে ট্রেনটি দিনের তুলনায় রাতে বেশি গতিতে চলে।

কী কারণ, যার কারণে দিনের চেয়ে রাতে ট্রেনের গতি বেশি হয়?

আপনি যদি এর উত্তর না জানেন, তাহলে চলুন আজকে এ সম্পর্কে বিস্তারিত জানাই।

আসলে রাতের বেলা ট্রেনের গতি অনেক কারণে বেড়ে যায়। এর প্রথম কারণ হল দিনের তুলনায় রাতের মানুষ ও প্রাণীর চলাচল কমে যায়।

এছাড়াও, রাতে রেল লাইনে কোনও ধরণের রক্ষণাবেক্ষণের কাজ করা হয় না, যার কারণে রাতে ট্রেন বেশি গতিতে চলে।

 রাতে ট্রেনের চালক দূর থেকে সিগন্যাল দেখতে পান। যার কারণে লোটো পাইলটকে মাঝেমাঝেই ট্রেনের গতি কমানোর প্রয়োজন হয় না।

রাতের বেলা লোকাল ট্রেনের সংখ্যা একেবারেই কমে যায়। তার ফলে লাইন ফাঁকা থাকলে ট্রেন দ্রুত গতিতে চলে।