BY- Aajtak Bangla
21 FEBRUARY, 2024
কোকিল মানেই কুহু কুহু ডাক। কোকিলের ডাক কার না ভাল লাগে বলুন।
বসন্তকাল এলেই কোকিলের কণ্ঠস্বর শোনা যায়।
সকাল হোক কিংবা বিকেল, কোকিলের সুরেলা ডাক মন কাড়ে সকলের।
তবে জানেন তো, আমরা কোকিলের যে ডাক শুনি, তা স্বাভাবিক নয়। মূলত বসন্তকালেই এমন করে ডাকে কোকিল।
কুহু কুহু করে আসলে পুরুষ কোকিলরাই ডাকে।
কিন্তু বসন্তকালেই কেন কোকিল ডাকে? অন্য সময় কেন ডাকে না? জানুন...
কোকিল সারাবছরই ডাকে। তবে সেই ডাক আমরা শুনতে পাই না।
বসন্তকালে কোকিল যেভাবে ডাকে, তা-ই আমাদের কানে আসে।
বসন্তকাল কোকিলদের প্রজননের মরশুম। তাই সঙ্গীকে কাছে পেতে এমন ভাবে ডাকে কোকিল।