5 SEPTEMBER 2024

BY- Aajtak Bangla

বাসের কন্ডাক্টরদের আঙুলের ফাঁকে টাকা থাকে কেন? জানলে চমকে যাবেন

কলকাতার বুকে যাতায়াতে অন্যতম ভরসা হচ্ছে বাস। আর বাসে টাকার বদলে টিকিট দেন বাস কন্ডাক্টররা।

বাস কন্ডাক্টরদের ব্যাগ থাকলেও আমরা দেখি যে কিছু নোট তাঁরা হাতের ফাঁকে রেখে দেন। ব্যাগের মধ্যে বাকি নোট এবং খুচরো পয়সা রাখেন।

কিন্তু কেন এমন করা হয়, তা নিয়ে অনেক মতবাদ আছে। আমরা কথা বলেছিলাম এক কন্ডাকটরের সঙ্গে।

সেই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। তবে এ বিষয় অনেকের নানা মত থাকলেও, একটি ক্ষেত্রে সকলেই একমত হয়েছেন।

বাসে অনেক যাত্রী থাকেন। তার মধ্যে অনেক যাত্রী আবার বড় নোট দেন। অনেক যাত্রী আবার টাকা খুচরো করাতে চান।

ফলে কন্ডাক্টরদের মাঝে মধ্যে খুচরো করতে হয়। এই কাজটা খুব দ্রুত সারতে হয়।

সেই কারণেই কন্ডাক্টররা ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন।

এর ফলে টাকা লেনদেনে সুবিধা হয় তাঁদের। দ্রুত খুচরো টাকা যাত্রীদের দিয়ে দেন কন্ডাক্টররা।

কলকাতার কন্ডাক্টরদের মধ্যেই এমন রেওয়াজ দীর্ঘদিন চলে আসছে। বেসরকারি বাসগুলিতে এমন ছবি দেখা যায়। তবে সরকারি বাসে সাধারণত এমন ছবি খুব কম থাকে।