16 March 2025

BY- Aajtak Bangla

নিজের লেজ কেন কেটে ফেলে টিকটিকি? কারণ জানলে অবাক হবেন

কখনও কখনও ঘরের ভিতর এমন টিকটিকি দেখা যায় যাদের লেজ থাকে না।

ঝাড়ু দিয়ে আঘাত করলেও টিকটিকির লেজ খসে পড়ে। আমাদের তখন মনে হয়, ঝাড়ুর আঘাতেই বোধহয় লেজ কাটা পড়েছে। 

অথচ জানলে আশ্চর্য হবেন, টিকটিকি ইচ্ছাকৃতভাবে নিজের লেজ কেটে ফেলতে পারে। কিন্তু এর কারণ কী? 

=

আসলে টিকটিকি যখনই বুঝতে পারে সে নিরাপদ নয় তখন সে নিজের লেজ নিজেই কেটে দেয়।

শিকারির মনোযোগ যাতে নষ্ট হয়ে যায় সেজন্য টিকটিকি নিজের লেজ ছেড়ে দেয়। এছাড়াও লেজ না থাকলে তারা আরও ভালো দৌড়তে পারে।

টিকটিকির লেজ কাটার পর দেখা যায় সেটা লাফাচ্ছে। এর কারণ লেজ স্নায়ুর সঙ্গে যুক্ত থাকে।

এর নাম ক্রেনিয়াল নর্ভ। লেজ এই নর্ভের সঙ্গে যুক্ত থাকে। তাই লাফাতে থাকে। কিন্তু পরে লাফানো থেমে যায়। 

কিন্তু মজার বিষয় হল টিকটিকির লেজ কেটে গেলেও তাদের লেজ ফের গজায়। 

তবে শুধু টিকটিকি নয়,  সালামান্ডার, মাকড়সা, অক্টোপাস, ইঁদুরের মতো প্রাণীও আত্মরক্ষার্থে এই কাজ করতে পারে।