21 JANUARY 2025
BY- Aajtak Bangla
ঘরে ঘরে যে সিলিন্ডার পৌঁছে যায় তার রং সবসময় লালই দেখা যায়।
সাদা, হলুদ, কমলা- যে কোনও রঙের হয় না। কিন্তু কেন?
ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের রঙ সবসময় লাল হয়। আর কমার্শিয়াল নীল রঙের সিলিন্ডার পাওয়া যায়।
অনেকেই জানেন না, কেন গ্যাস সিলিন্ডারের রঙ লাল রঙের হয়!
আসলে লাল উজ্জ্বল রঙ। পাশাপাশি, লাল রঙ বিপদের সঙ্কেত হিসেবে ব্যবহার করা হয়।
নীল রঙের সিলিন্ডারের ক্ষেত্রেও একই যুক্তি। এই রং দূর থেকে চোখে পড়তে বাধ্য।
এছাড়াও দেখবেন, গ্যাস সিলিন্ডারের নীচের দিকে কয়েকটা ছিদ্র থাকে। এর পিছনে কী কারণ জানেন?
এর কারণ হল, কখনও গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে গেলে, ওই গর্ত থেকে বাতাস বের হতে থাকে, যে কারণে সিলিন্ডারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়।
এটি সিলিন্ডারের নীচের অংশ উত্তপ্ত হতে বাধা দেয়। এই ছিদ্রগুলো সিলিন্ডারের তাপমাত্রা ঠিক রাখার জন্য।