BY- Aajtak Bangla

'হায় রে বিয়ে হল কেনে', বিয়ে করলেই পস্তাবেন এসব কারণে

28 January 2025

 বিয়ে যে কারও জীবনেই একটি বিশেষ অধ্যায়। তবে বিয়ে করলেই যে জীবন সুন্দর হয়, তা কিন্তু নয়।

বিয়ে করে অনেককেই পস্তাতে হয়। অনেকেরই জীবন ঘেঁটে যায়।

বিয়ে করে যেসব কারণে পস্তাতে হতে পারে, জেনে নেওয়া যাক...

যদি কেউ ভুল মানুষকে বিয়ে করলেন, তা হলে নানা সমস্যার মুখে পড়তে হয়। বৈবাহিক জীবন সুখের হয় না। 

বিয়ের পর মনের মানুষের কাছ থেকে অহেতুক প্রত্যাশা তৈরি হলে পস্তাতে হয়। . .

বিয়ের পর সঙ্গীর সঙ্গে মানসিকতার মেলবন্ধন না হলে দাম্পত্য জীবনে ঝড় ওঠে। . .

বিয়ে মানে একটা দায়িত্ব। সেই দায়িত্ব পালন করা চাট্টিখানি কথা নয়। তাই অনেকেই পস্তান।

বিয়ের পর জীবন বদলায়। জীবনে কোন জিনিসটাকে গুরুত্ব দিতে হবে, তার ধরন বদলে যায়। ফলে অনেকে পস্তান এই ভেবে যে আগের জীবনটাই ভাল ছিল।