12 September  2024

BY- Aajtak Bangla

মঙ্গলসূত্র কেন কালো হয়? বহু মহিলাই জানেন না

ভারতীয় মহিলাদের বিয়ের সাজে আলাদা নজর কাড়ে মঙ্গলসূত্র।

মঙ্গলসূত্রকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। 

এটা শুধুমাত্র গয়না নয়। মঙ্গল এবং কল্যাণের প্রতীক এটি।

বিয়ের পর অনেক মহিলাই গলায় মঙ্গলসূত্র পরেন। 

তবে মঙ্গলসূত্র কালো হয়।

কালো রংকে অনেকেই অপবিত্র বলে মনে করেন। 

তবে মঙ্গলসূত্র কালো হলেও এটি পবিত্র। 

কালো পুঁতিই হল মঙ্গলসূত্রের মূল আধার। যা অত্যন্ত শুভ।

হরপার্বতীর প্রতীক মঙ্গলসূত্রের রং কালো হলেও তা পবিত্র।