26 April, 2025

BY- Aajtak Bangla

প্রেমিকা বা স্ত্রী নয়, স্বপ্নে কাকে বেশি দেখেন পুরুষরা? 

v

ঘুমের মধ্যে সকলেই স্বপ্ন দেখে। কিন্তু শারীরিক মিলনে স্বপ্ন?

অনেকেই মুখে বলেন না। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, ৮ শতাংশই ভালোবাসার স্বপ্ন দেখেন মানুষ।

আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিন-এর একটি গবেষণা বলছে, ভালোবাসার স্বপ্নগুলির মধ্যে সবচেয়ে বেশি দেখেন ঘনিষ্ঠতার স্বপ্ন।

এছাড়া গভীর প্রেমের নানা আঙ্গিক, চুম্বনের স্বপ্ন দেখেন অনেকে। ৪ শতাংশ ক্ষেত্রে স্বপ্ন দেখার সময় আনন্দ পান নারী-পুরুষ।

বেশিরভাগই প্রাক্তন প্রেমিক কিংবা প্রেমিকাকে এই ধরনের স্বপ্নে দেখেন।

অনেকেই স্বপ্নে সঙ্গী হিসেবে এমন কোনও মানুষকে দেখেন, যাঁকে কাছে পাওয়া অসম্ভব। সেটা সহকর্মী, বান্ধবী, পাড়ার কোনও মহিলাও হতে পারেন।

সচেতন মন যা অস্বীকার করে, অবচেতনে তাঁকেই স্বপ্নে দেখেন মানুষ। যাঁদের সঙ্গে স্বপ্নে মেলামেশা করছেন, হতে পারেন বাস্তবে তাঁকে নিয়ে ভাবেননিও। 

বহু মানুষ নিষিদ্ধ আকর্ষণের কারণেই স্বপ্নে আসেন এমন মানুষ, যাঁর সঙ্গে বাস্তবে সম্পর্ক স্থাপন অসম্ভব।

এই ধরনের স্বপ্নের পিছনে ব্যক্তির বেড়ে ওঠা, শিক্ষাগত যোগ্যতাও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলে মত মনোবিদদের।

এটাও ঠিক প্রত্যেকটি মানুষ আলাদা। তাঁদের স্বপ্নও আলাদা।