BY- Aajtak Bangla
31 JULY, 2024
কথায় আছে, প্রেম যে কাঁঠালের আঁঠা। লাগলে পড়ে ছাড়ে না। অর্থাৎ একবার প্রেমে পড়লে বারবার পড়তে হয়। ধোঁকা খেলেও প্রেম যেন চলে আসে।
অনেকে একবার থেকেই শিক্ষা নেন। কিন্তু কেউ কেউ আবার একাধিক প্রেমও করেন। কিন্তু এত অশান্তি, মনোমালিন্যর পরও কেন প্রেমে পড়ে ছেলেরা?
এর পিছনে রয়েছে লোভ। এই লোভ টাকা পয়সার নয়। এই লোভ কাউকে জানার বা চেনারও নয়।
এই লোভ হল মনের মতো কাউকে পাওয়ার। যার সঙ্গে কথা বলে শান্তি পাওয়া যায়। যাকে বিশ্বাস করা যায়।
তবে সবাই যে এমন হয়, এমনটাও নয়। কেউ কেউ প্রেমের প্রতি বেশ দিলখোলা থাকেন। হিসেব না কষেই প্রেমে পড়ে যান।
অনেকে আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখতে পারেন না। বারবার একাধিক সম্পর্কে জড়়াতে চান। এদের যেন শিক্ষা হয়েও শিক্ষা হয় না।
তবে বয়স ভেদে প্রেমে পড়ার কারণও আলাদা। অল্প বয়সে প্রেমে পড়ে মানুষ আবেগে। সেখানে শুধুই আবেগ থাকে।
তবে পরিণত বয়সে সেই মানুষটিই প্রেম করে আবার সম্পর্ককে পরিণতি দেওয়ার জন্য।
অনেকে আবার একা থাকতে পছন্দ করেন না বা পারেন না। সেই কারণে প্রেমে পড়েন।
তবে একাধিক গবেষণায় দেখা গেছে ছেলেরা বারবার প্রেমে পড়েন তার কারণ তারা ভালো জীবনসঙ্গী চান। তবে বয়সের সঙ্গে সঙ্গে তাদের কাছে প্রেমের সংজ্ঞাও বদলে যায়।
সেই কারণেই হয়তো অনেকের বিয়ে ভাঙে। কেউ কেউ আবার একটা সম্পর্ক নিয়ে সন্তুষ্ট থাকেন।