BY- Aajtak Bangla
20 FEB 2025
বৌদি এবং দেওর, এই দু'জনের সম্পর্ক বেশ মিষ্টি হয়। এই সম্পর্কে অনেক খুনসুটি থাকে। ।
তবে বৌদিদের নিয়ে একটু বেশি কৌতূহল থাকে যুবকদের।
বৌদিদের প্রতি কেন এত আকৃষ্ট হন ছেলেরা? রয়েছে এসব কারণ... ।
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বৌদিরা বন্ধুর মতো দেওরদের সঙ্গে মেলামেশা করেন। ছেলেরা এমন বন্ধুত্ব বেশ পছন্দ করেন। ।
বৌদিরা ম্যাচিওর্ড হন। এই গুণ পুরুষদের ভাল লাগে। তাই তাঁরা বৌদিদের প্রতি ঝোঁকেন। ।
বৌদিরা বয়সে সাধারণত বড় হওয়ায় অভিজ্ঞ হন। যে কোনও সমস্যা সহজেই মেটাতে পারেন। তাই বৌদিদের প্রতি আকৃষ্ট হন ছেলেরা।
বিবাহিত মহিলারা বাস্তববাদী হন স্বভাবে। খুব একটা ন্যাকামো করেন না।
বৌদিদের সঙ্গে দুষ্টু-মিষ্টি সম্পর্ক হলে তাতে কোনও কমিটমেন্ট থাকে না। তাই চোখকান বুজে ছেলেরা মেলামেশা করতে পারেন।