6 Febuary, 2025
BY- Aajtak Bangla
এখন কম বয়সেই পুরুষত্ব হারাচ্ছেন ছেলেরা। এর পিছনে অনিয়ন্ত্রিত জীবনযাপনের সঙ্গে ব্লাড গ্রুপের যোগও রয়েছে।
রক্তের গ্রুপের উপর নির্ভর করে ছেলেদের পৌরুষশক্তি। অর্থাৎ রক্তের গ্রুপই স্থির করে দেয় ক্ষমতা।
একটু বয়স বেড়ে গেলে অনিচ্ছা চলে আসে অনেকের ৷ গবেষকরা বলছেন, দায়ী ব্লাড গ্রুপ ৷
রক্তের গ্রুপ 'ও' হলে পুরুষত্ব দীর্ঘদিন থাকে। সমস্যা কম হয়।
গবেষণা বলছে- এ, বি বা এবি ব্লাড গ্রুপের লোকেরা কম বয়সেই ইচ্ছা হারান।
এই ব্লাড গ্রুপের ব্যক্তিরা খুব তাড়াতাড়িই হারিয়ে ফেলেন পুরুষত্ব। কোন ব্লাড গ্রুপের পুরুষত্ব দীর্ঘদিন টেকে?
গবেষণা বলছে, O গ্রুপের রক্তের চেয়ে চারগুণ বেশি পুরুষত্বহীনতার ঝুঁকি এ, বি বা এবি ব্লাড গ্রুপের।
গবেষকরা বলছেন, এ ও বি ব্লাড গ্রুপের রক্ত প্রবাহ আটকে যায়। ফলে নির্দিষ্ট জায়গায় পৌঁছয় না রক্ত।
O ব্লাড গ্রুপের এমন কোনও সমস্যা হয় না। বয়স বাড়লেও রক্তের প্রবাহ ঠিক থাকে।
এছাড়া অতিরিক্ত ওজন, খাওয়াদাওয়ায় অনিয়ম, ধূমপান ও মদ্যপানের কারণেও পুরুষত্বের হানি ঘটে কম বয়সে।