BY- Aajtak Bangla

ছেলেরা সবসময় বাঁহাতে ঘড়ি পরেন কেন? কারণ জানলে অবাক হবেন

19th February, 2025

লক্ষ্য করে দেখবেন মেয়েরা ডান হাতে আর পুরুষেরা বাঁহাতে ঘড়ি পরে থাকেন।

কিন্তু কেন ছেলেরা বাঁহাতে ঘড়ি পরেন, জানেন?

বাঁহাতে ঘড়ি পরার অনেক উপকারিতা রয়েছে। সেটা অনেকেরই অজানা।

আসলে বাঁহাতে জলের ব্যবহার কম হয়, তাই বাঁহাতে ছেলেরা ঘড়ি পরেন।

পুরুষরা বাঁহাতে ঘড়ি পরলে তা দেখতেও শোভনীয় লাগে।

বাঁহাতে ঘড়ি পরলে অন্য কাজ করতেও সুবিধা হয়, কোনও কাজে সমস্যা হয় না।

তবে এখন অনেক পুরুষ ডানহাতেও ঘড়ি পড়েন। সেটাও ফ্যাশনের অঙ্গ হয়ে গিয়েছে।

তবে ডানহাত দিয়েই যেহেতু সব কাজ হয় তাই ডানহাতে ঘড়ি পরলে তাতে সমস্যা হতে পারে।

বাঁহাত সাধারণত কম ব্যবহার হয়, তাই সেই হাতে ঘড়ি পরা হয়।