BY- Aajtak Bangla

 চাঁদকে  কেন'মামা' বলা হয়? বেশীরভাগ শিক্ষিত মানুষ জানেন না

25 OCTOBER 2024

'চাঁদ মামা এসে টিপ দিয়ে যা...,' 'আয় আয় চাঁদ মামা...' এই লাইনগুলো সকলেরই খুব পরিচিত। 

 ছোটবেলায় চাঁদকে 'চাঁদ মামা' বলতে শোনা যায়। কখনও ভেবে দেখেছেন, কেন চাঁদকে সব সময় 'মামা' বলা হয়?

অন্য কোনও সম্পর্কের সঙ্গে যুক্ত না করে, চাঁদকে মামা কেন বলা হয়, এর আসল কারণ জেনে নিন।

মক ইন্টারভিউ চলাকালীন, বিকাশ দিব্যকীর্তি ইউপিএসসি পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করেছিলেন, কেন চাঁদকে সবসময় মামা বলা হয়? 

উত্তরে একজন চাকরীপ্রার্থী বলেন, পৃথিবী ও চাঁদ একই সৌর পরিবারের অন্তর্গত। তাই তাদের ভাই- বোন বলা যায়। 

যেহেতু পৃথিবীকে আমরা মায়ের চোখের দেখি। সেজন্যে চাঁদকে মামা বলে সম্বোধন করা হয়।

এবিষয়ে বিকাশ দিব্যকীর্তি বলেন, ইউরোপের দেশগুলি তাদের দেশকে বাবার মতো করে এবং আমরা আমাদের দেশকে মায়ের মতো আচরণ করি। সেক্ষেত্রে চাঁদকে আমরা মামা বলতে পারি।

হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে, সমুদ্র মন্থনের সময়, সমুদ্র থেকে অনেক উপাদানের উদ্ভব হয়েছিল, যার মধ্যে দেবী লক্ষ্মী এবং চন্দ্র অন্তর্ভুক্ত ছিলেন।

হিন্দু ধর্মে, দেবী লক্ষ্মীকে মা হিসাবে বিবেচনা করা হয়, তাই চাঁদ 'মামা' নামে পরিচিত হয়েছিল।