21 SEPTEMBER, 2024
BY- Aajtak Bangla
ট্রেনের বাথরুমে মগ কেন চেন দিয়ে বেঁধে রাখা হয় তা ভেবেই অবাক হয়ে যাবেন।
কোনও না কোনও সময় ট্রেনে ভ্রমণ করেছেন। এর পাশাপাশি আপনি অবশ্যই ট্রেনের বাথরুমও ব্যবহার করেছেন।
নিশ্চয়ই ট্রেনের বাথরুমে মগ দেখেছেন। বাথরুমে রাখা মগ শিকল দিয়ে বাঁধা থাকে।
কখনও ভেবে দেখেছেন কেন মগটি শিকল দিয়ে বাঁধা থাকে?
চুরির ভয়ে মগটা শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে জানেন কী?
না, ট্রেনের মগ চুরির ভয়ে শিকল দিয়ে বাঁধা হয় না।
বরং, এদিক ওদিক গড়িয়ে পড়ে না যায় সে জন্য মগটিকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
এ কারণে টয়লেটে যাওয়ার সময় কাউকে কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না।