BY- Aajtak Bangla

মেয়েদেরও গোঁফ গজায় কেন ছেলেদের মতো? এই গোপন কারণ দায়ী

12 FEB 2025

সাধারণত ছেলেদেরই গোঁফ গজায়। গোঁফ পুরুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়।

তবে অনেক মহিলারও পুরুষদের মতো গোঁফ, দাড়ি গজায়। তাই তাঁরা লোম তোলেন।

মহিলাদের মুখে কেন গোঁফ গজায়? রয়েছে এই বিশেষ কারণ।

বিশেষজ্ঞদের মতে, হরমোনজনিত সমস্যার কারণেই মেয়েদেরও গোঁফ গজায়। .

চিকিৎসকদের মতে, শরীরে বাড়তি অ্যান্ড্রোজেন হরমোনের কারণে এটা হয়ে থাকে।

অ্যান্ড্রোজেন হল পুরুষদের শরীরে থাকা একটি হরমোন। মহিলাদের শরীরেও অ্যান্ড্রোজেন থাকে, তবে খুব কম পরিমাণে।  তাই এই হরমোন বেড়ে গেলে গোঁফ গজায়।

বিশেষজ্ঞদের মতে, হাইপাট্রাইকোসিস এই সমস্যার অন্যতম কারণ। ।  

এছাড়া জন্মগত বেশ কিছু রোগ, যেমন- অপুষ্টি, বুলোসার কারণে গোঁফ গজাতে হতে পারে।