21 December, 2024

BY- Aajtak Bangla

জন্মের সময় শিশু ফর্সা, পরে কেন শ্যামবর্ণ? কারণটা জেনে নিন

পরিবারে সন্তান এলে খুশিতে ভরে ওঠে ঘর। নবজাতকের চেহারার সঙ্গে কার মিল আছে, তা নিয়ে শুরু হয় তুলনা।  

  সন্তান জন্মের সময় ফর্সা দেখায়। তারপর গায়ের রং শ্যামলা হতে থাকে। কেন? জানালেন চর্মরোগ বিশেষজ্ঞ।

নতুন মায়েরা প্রায়ই প্রশ্ন করেন জন্মের সময় শিশুর রং পরিষ্কার ছিল। ১০ দিন বা এক মাসে শিশুর রং বদলে যাচ্ছে।

কোনওভাবে কি সন্তানের জন্মের সময় যে গায়ের রং ছিল তা ফিরিয়ে আনা যায়?

প্রতিটি নতুন মা বলেন যে জন্মের সময় মেলানিন উৎপাদনকারী কোষগুলি শিশুকে রংকে সঠিকভাবে বিকাশ করে না।

শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে শরীরে মেলানিন উৎপাদনকারী কোষও তৈরি হতে থাকে। ত্বক আসল রং পায়। 

মায়ের গর্ভে শিশু সূর্যের আলো পায় না। জন্মের পর শিশু সূর্যের রশ্মির সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ত্বক মেলানিন তৈরি করে।

গর্ভাবস্থায় মায়ের হরমোনগুলি কোনও না কোনওভাবে শিশুর ত্বকের রংকে প্রভাবিত করে। জন্মের পর শিশুর নিজস্ব হরমোন ত্বকের রঙে প্রভাব ফেলে।

শিশুর নিজের আসল ত্বকের রং অর্জন করতে ৬ মাস সময় লাগে। যা তার জেনেটিক্সের উপর নির্ভর করে।

দুধের সঙ্গে জাফরান খেলে গায়ের রং পরিষ্কার হয় না। কোনও কিছুই শিশুর গায়ের রং পরিবর্তন করতে পারে না।