BY- Aajtak Bangla
22th March, 2024
পরিবারের সম্পর্কগুলো খুব সুন্দর হয়ে থাকে। মা-বাবার পরই কাকা-কাকিমা, জেঠু-জেঠিমা, মামা-মামি এই সব সম্পর্কগুলো ভারী সুন্দর।
আর এই সম্পর্কগুলোর মাঝেই আরও এক মিষ্টি সম্পর্ক হল মাসির সঙ্গে বোনপো-বোনঝিদের।
অনেক ক্ষেত্রেই দেখা যায় মা-বাবার পরই মাসিদের সঙ্গে বোনপো বা বোনঝিদের সম্পর্ক খুব ভাল হয়। যেটা আবার পিসিদের সঙ্গে হয় না।
এর পিছনে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা কারণ, যেটা জানলে অবাক হবেন।
মায়ের বোন সম্পর্কে মাসি হয়ে থাকে। আর মায়ের সঙ্গে যেমন ভাল সম্পর্ক হয় বোনের, তেমনি মিষ্টি সম্পর্ক গড়ে ওঠে বোনঝি বা বোনপোর সঙ্গেও।
আসলে মায়ের বকুনি, বাবার শাসনের হাত থেকে যেমন মাসি বাঁচায় তেমনি আদর দিয়ে বাঁদরও করে তোলে বোনঝি বা বোনপোকে।
আর সেই জন্যই মাসিদের এত প্রিয় হয়ে থাকে বোনঝি-বোনপোরা।
এছাড়াও বোনঝি-বোনপোর মধ্যে মাসিরা তাঁদের বোন বা দিদির ছাপ দেখতে পায়, তাই একটু বেশি আদরের হয়ে থাকে তাঁরা।
অন্যদিকে মাসিদেরকে একেবারে বন্ধুর মতোই ভাবেন বোনঝি-বোনপোরা। তাই মাসির সঙ্গেই সব কথা শেয়ার করতে ভালোবাসে তারা।