22 JANUARY 2025
BY- Aajtak Bangla
বলা হয়, ভারতে প্রতি কিলোমিটারে রাস্তা ও তার আশেপাশের চিত্র বদলে যায়।
কিন্তু একটা জিনিস ভারতের সব রাস্তায় সাধারণত দেখবেন ট্রাক, বাস, বড় মালবাহী গাড়ির পিছনে ছেঁড়া বা পুরনো চটি-জুতো ঝুলিয়ে রাখা হয়।
এর পিছনে কী কারণ? সকলের জেনে রাখা জরুরি।
অনেকে বলেন রাতের অন্ধকারে ট্রাক, দুরপাল্লার বাস বা মালবাহী গাড়ি চলে বলে তাদের দুর্ঘটনার সম্ভাবনা প্রবল। তাই ট্রাকচালকরা কুসংস্কারগ্রস্ত হয়ে থাকেন।
আর সেই কারণে নাকি অপদেবতার নজর এড়ানোর জন্য ট্রাকের পিছনে ঝুলিয়ে রাখেন ছেঁড়া চটি-জুতো।
আর গাড়ির সামনে রাখা হয় ঠাকুর-দেবতার ছবি। নিত্য পুজোও করা হয়। তবে ছেঁড়া চটি-জুতো ঝোলানোর পিছনে শুধু কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিও।
ট্রাক মালের ভারে ওভারলোড হয়ে যায়। যদি ডান দিক কিংবা বাঁ দিক যে কোনও একদিকে ওভারলোড হয় তবে ট্রাক হেলে যাবে। ফলে ট্রাক উল্টে যেতে পারে।
তাই দুর্ঘটনা এড়াতে তারা ডটি-জুতো ঝুলিয়া পরখ করে নেন কতটা মাল নেওয়া যাবে আর কতটা রেখে যেতে হবে!
এই ছেঁড়া জুতো-চটি দিয়ে মাল ওজন তথা গাড়ির ভারসাম্য বজায় রাখার হিসেব কষেন ট্রাকচালকরা। তবে এটি দীর্ঘ দিন ধরে চলতে চলতে একটি প্রথা হয়ে গিয়েছে।