20 MARCH 2025
BY- Aajtak Bangla
আমাদের চোখের সামনে সব কিছুই ঘটে কোনও না কোনও কারণে। সবকিছুর পিছনে একটি কারণ থাকে।
অনেক কিছুর কারণ আমাদের জানা নেই। জানলে সকলে আকাশ থেকে পড়ে। এমনও যে হতে পারে অনেকেই ভেবে পান না।
আজকাল যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমনই সব প্রশ্ন দেওয়া হয় এর যে কোনও উত্তর হতে পারে তা মাথা চুলকোলেও মনে করতে পারবেন না।
এমনই একটা সাধারণ প্রশ্ন হল সিম কার্ডের একটা কোণা কাটা কেন থাকে?
এর কারণ হল, সিমকার্ডের কোণা কাটা থাকলে সহজেই বোঝা যায়, কোনদিকে কীভাবে সেট করতে হবে। সিমের মধ্যে একটি চিপও থাকবে।
যেখানে সমস্ত তথ্য থাকবে। সিম কার্ড ভুল ভাবে সেট না করলে তা কাজ করবে না।
এই সহজ প্রশ্নের উত্তর জানা না থাকলে জেনে নিন।